হিলি সীমান্তে নারীসহ ১৪ মাদক ব্যবসায়ী আটক

চলমান মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের হিলি সীমান্তে দুই নারীসহ ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ জুন) ভোর রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা মাদকব্যবসায়ী বলে দাবি করেছে  বিজিবি।

আটককৃতরা হলেন, আরমান আলী (৪০), মোয়াজ্জেম হোসেন (৪৫), মিলন মিয়া (৩৭), রুপালী বেগম (৪০), নুরুজ্জামান (৩৫), বিউটি আক্তার (৪০), আলমাস হোসেন (৩৮), আমিরুল ইসলাম (৩২), আনারুল ইসলাম (৩৬), বাপ্পি মিয়া (২৫), মিন্টু শেখ (৩৫), লিয়াকত হোসেন মনা (৪৮), জুয়েল রানা (৩৮), নাজমুল হাসান (২৬)। তাদের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, দিনাজপুরের হিলি সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশ মোতাবেক বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে দুই নারীসহ ৮ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির  জানান, অধিনায়ক মহোদয়ের নির্দেশ মোতাবেক বিজিবির হিলি আইসিপি ক্যাম্প ও হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পরে অধিনায়কের নির্দেশ মোতাবেক আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের থানায় সোপর্দ করা হবে বলে তারা জানিয়েছেন।

আরজেড/