বাংলাদেশে রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুদিনের ব্যবধানে প্রতি কেজিতে ২০-৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। হিলি বাজারের আড়তদার দেলোয়ার হোসেন, মঈনুলসহ অনেকে জানান, ভারত থেকে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে রপ্তানি নিষিদ্ধ করার পরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত মাসে প্রতি কেজি ৭০-১২০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল। তবে গত সপ্তাহে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই দাম কমতে শুরু করে।
শুক্রবার বেশ কয়েক জাতের পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকায়। কিছুদিন আগে এটি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছিল। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। দুই ব্যবসায়ী জানান, কয়েকদিন আগে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হলেও এখন প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছানোয়ার হোসেন নামে এক ক্রেতা জানান, পেঁয়াজ কিনতে আসলে কিছুটা হলেও এখন স্বস্তি পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকে বিভিন্ন রাজ্যে পেঁয়াজের আশানুরূপ ফলন হওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাননি। ‘আমরা আশা করি ভারত সরকার শিগগরই পেঁয়াজ রপ্তানি শুরু করবে’, যোগ করেন তিনি। ভারতের নিষেধাজ্ঞার কারণে মাত্র দুই মাস পরেই বাংলাদেশে পেঁয়াজের দাম ৫৫৫.৮ শতাংশ বেড়ে যায়। নিষেধাজ্ঞার আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান