জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে চলতি অর্থ বছরের গত ২ মাসে আমদানিকৃত বিভিন্ন ধরনের পণ্য থেকে শুল্ক বিভাগ ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের সহকারী কমিশনার সুকান্ত কুমার দাস আজ তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, চলতি অর্থ বছরে হিলি স্থলবন্দরে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থ বছরের মধ্যম সময়ে শুরুতেই চলতি বছর গত ২ মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ২ মাসে হিলি স্থলবন্দর দিয়ে ২ লাখ ২১ হাজার ৫৫ টন বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আমদানি করা হয়। আমানিকৃত পণ্য থেকে ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান, বর্তমানে অনুকূল পরিবেশ থাকায় আমদানিকারকরা এই স্থলবন্দর দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য আমদানি করছে।