বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য ভিআইপি কেবিন ব্লকের সিঁড়ির গোড়ায় ট্রলি টাইপ হুইল চেয়ার আনা হলেও তিনি তা ব্যবহারে না করে হেঁটেই লিফট পর্যন্ত যান।
আজ শনিবার বেলা ঠিক সাড়ে ১১টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হাসপাতালের কেবিন ব্লকের সামনে থামে। কিছুক্ষণ পর খালেদা জিয়া নেমে আসেন গাড়ি থেকে। পাশেই প্রস্তুত রাখা হয়েছিলো একটি হুইল চেয়ার।
যার সকল নিরাপত্তা তল্লাশি আগেই সম্পন্ন ছিলো। কিন্তু খালেদা জিয়া সেটি ব্যবহার না করে কেবিন ব্লকের লিফটের দিকে এগিয়ে যান। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ- আল হারুন তার সঙ্গে ছিলেন।
লিফটে পঞ্চম তলায় ৫১২ নাম্বার কেবিনে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলো কেবিনটি। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় খালেদা জিয়াকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সামনে পিছনে ছিলো পুলিশের অন্তত আটটি গাড়ি। এছাড়া মোটর বাইকে ছিলেন ছয় জন।
সকাল সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে আইন শৃঙ্খলা বাহিনী। সাড়ে ১১টায় তাকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ডে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে বিশেষ কারাগারে রয়েছেন। সেখান থেকে ঠিক দুই মাস পরে এই প্রথম বাইরে আনা হলো খালেদা জিয়াকে।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠানো হয়।
এস/