ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ইয়েমেনে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা রিয়াদের নেতৃত্বাধীন সামরিক জোট একথা জানায়। খবর এএফপি’র।
জোট জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ইয়েমেনি বিদ্রোহীদের নিক্ষিপ্ত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ও চারটি ড্রোন ধ্বংস করেছে।
জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি বলেছেন, দেশটির উত্তরে ইয়েমেনের সা’দা প্রদেশের বিদ্রোহীদের ঘাটি থেকে সৌদি আরবের দক্ষিণের শহর জিজান অভিমুখে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়।
মুখপাত্র বলেন, জিজান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সেখানে ছোটো আকারে আগুন লেগে গেলে তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ একথা জানায়।