সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কফিন রংপুরে নেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার কফিন নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রংপুরের উদ্দেশ্যে ঢাকা তেজগাঁও বিমান বন্দর ছেড়ে যায়।
কফিনের সাথে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।
আজ বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে।
আজ বাদ আসর সেনাবাহিনীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।