বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দুপুর ১২টায় রাজধানীর বনানীতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, চিকিৎসকদের সার্বিক মূল্যায়নে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশংকামুক্ত নয়।
কাদের বলেন, তিনি এখনো শারীরিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সার্পোটে তার চিকিৎসা চলবে।
কাদের জানান,২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে পল্লীবন্ধু সিএমএইচ-এ ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার রক্তে সংক্রমণ নেই বললেই চলে।কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছেনা।