চীন মঙ্গলবার বলেছে, হুয়াও’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ একইসঙ্গে চীন এ মামলার নিন্দা জানায়।
এদিকে ওয়াশিংটন এ বৃহৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তাকে অভিযুক্ত করেছে এবং কোম্পানিটির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র চীনের সুনির্দিষ্ট কিছু কোম্পানির সুনাম ক্ষুন্ন করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে।’
‘যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশল রয়েছে।’
তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ