আসছে ঈদ উপলক্ষে শাকিব খান ও বুবলী জুটির আলোচিত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি মুক্তি পাবে দেশজুড়ে।
এই মুখোশ হৃত্বিক বলিউডের সাড়াজাগানো ‘কৃষ’ চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন। সিনেমা ভক্তদের অনেকেই এমন জনপ্রিয় একটি সিনেমার মুখোশ নকল করা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। অবশ্য এ বিষয়ে মুখ খুলেননি পরিচালক উত্তম আকাশ।
‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি ইতিমধ্যে সেন্সরে জমা পড়েছে। শিগগিরই সেন্সর সার্টিফিকেট পেলেই মুক্তির তারিখ ঘোষণা করবেন পরিচালক।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াত প্রমুখ।
আজকের বাজার/আরআইএস