হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিগ বস ১৩ জয়ী সিদ্ধার্থ শুক্লা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগি তিনি। সেই সিজেনের জয়ী ছিলেন। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। পিটিআইকে দেওয়া হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তার মা এবং বোন রয়েছে। কিছুক্ষণ আগে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়টালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন। বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি।

বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের গাঢ় বন্ধুত্বের কথা কারো অজানা নয়। তাদের সম্পর্কের রসায়ন বেশ রোম্যান্টিক। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তারা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাদের সম্পর্কের গুঞ্জন বেজায় চর্চায় ছিল। ‘সিজনাজ’ নামে তারা বেশ জনপ্রিয়। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান