আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে এনজিওগ্রাম করে তার হার্টে দুইটি ব্লক পাওয়া যায়। এরমধ্যে একটিতে ইতোমধ্যে রিং পরানো হয়েছে। বাকি ব্লকে রিং না পরালেও চলবে বলে জানিয়েছেন চিকিৎসক।
ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।
ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।
আজকের বাজার/লুৎফর রহমান