হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকসহ ১৮ জন করোনায় আক্রান্ত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কাজল কুমার কর্মকার বলেন, ‘ছয়জন চিকিৎসক, আটজন নার্স, একজন ওয়ার্ড মাস্টার এবং হাসপাতালের তিনজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

তিনি জানান, হাসপাতালের ১৫ চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসকরা।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।