তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেলেন তৌহিদ হৃদয়। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। হৃদয়ের সেঞ্চুরি ও তামিম-মাহমুদ-আকবরের হাফসেঞ্চুরিতে সফরকারীদের ৩৪১ রানের টার্গেট দিল টাইগার যুবারা।
চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ফিরে যান। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নেন হাফসেঞ্চুরি। ৬০ রান করে বিদায় নেন তামিম। পরবর্তীতে মাহমুদুল হাসানও ফিরেন ৫২ রান করে।
এরপর দলের স্কোর টেনে নিয়ে যান তৌহিদ হৃদয় ও আকবর আলী। দুজনে গড়েন শত রানের জুটি। আকবর আলী ৫২ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন তৌহিদ হৃদয়। আটটি বাউন্ডারি ও দুইটি ছক্কায় ৯১ বলে সেঞ্চুরি করেন তিনি। তার অপরাজিত ১২৩ রানে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে টাইগার যুবারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিতে লঙ্কানদের হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ
আজকের বাজার/আরিফ