একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। সম্প্রতি উম্মোচিত হয়েছে ব্যয়বহুল এই ছবির লোগো। এর একদিন পর আমির খান প্রকাশ করেছেন ছবিটির প্রথম লুকের পোস্টার। যেখানে দেখা মিলে খোদাবক্স-এর। যে চরিত্রে দুর্দান্ত লুকে হাজির অমিতাভ বচ্চন।
খোদাবক্সের পর এবার সামনে এলো ছবিটির দ্বিতীয় চরিত্র। যার নাম জাফিরা। জাফিরা নামের এই চরিত্রে যোদ্ধা বেশে দেখা যাবে ফাতিমা সানা শেখকে। বুধবার ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য জাফিরার এই চরিত্রটির একটি মোশন পোস্টার তার টুইটারে প্রকাশ করেন। ছোট্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘হৃদয়ে আগুন নিয়ে আসছে জাফিরা।’
জাফিরা নামক এই চরিত্রটিতে ফাতিমাকে দেখা যাবে ভিন্নধর্মী এক যোদ্ধার রূপে। যাকে দেখা যাচ্ছে যুদ্ধের পোশাকে। যে কিনা একজন দক্ষ তীরন্দাজ। যার লক্ষ্য কখনোই মিস হয় না।
এরআগে আমির খানের সাথে ‘দঙ্গল’-এ অভিনয় করে রীতিমত ঝড় তুলেছিলেন ফাতিমা। আর এবার আমির খানের সাথেই ‘থাগস অব হিন্দুস্থান’ নিয়ে আসছেন তিনি।
বলিউডের অন্যতম এই ব্যয়বহুল ছবিটি আগামী ৮ নভেম্বর দীপাবলী উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজকের বাজার/এএল