ফাইনাল মানেই বাংলাদেশের পা হরকানো। ফাইনাল মানেই নতুন একটা দীর্ঘশ্বাসের জন্ম। ফাইনাল মানেই হয়েও না হওয়া। আরো একবার নিঃশ্বাস দূরত্বে থাকা শিরোপাটা জেতা হল না বাংলাদেশের। এসিসি এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ঘরের মাঠে আজ শনিবার পাকিস্তানের কাছে শান্ত-সৌম্যরা হেরে গেছে ৭৭ রানের ব্যবধানে। তাতে এমার্জিং এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা জেতা হল না বাংলাদেশের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করতে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে। জবাবে ৪৩.৫ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আজকের বাজার/আরিফ