হেরোইনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে গ্রেপ্তার হলেন শ্রীলংকার পেসার শিহান মাধুশঙ্কা।
করোনাভাইরাসের মাঝে কারফিউর মাঝে পান্নালা শহরে নিজের গাড়ি ড্রাইভ করছিলেন মাধুশঙ্কা। এ সময় গাড়ি গতিরোধ করে আইন-শৃঙ্খলাবাহিনী।
মাধুশঙ্কার গাড়ি তল্লাশি করে ২ দশমিক ৫ গ্রাম হেরোইন পায় শ্রীলংকার আইন-শৃঙ্খলাবাহিনী। পরবর্তীতে তাদের আটকের পর স্থানীয় ম্যাজিস্ট্রেট মাধুশঙ্কাকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৮ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে হ্যাট্টিক করেছিলেন মাধুশঙ্কা। ঐ সফরের পর শ্রীলংকা দলে আর সুযোগ পাননি ২৫ বছর বয়সী মাধুশঙ্কা।