সেপ্টেম্বর থেকে ভারতের দিল্লিতে কার্যকর হয়েছে সংশোধিত মোটরযান আইনের ৬৩টি বিধি। সংশোধিত এই আইনে হেলমেট না পরার জরিমানা এক লাফে দশ গুণ বাড়িয়ে ১০০ টাকা থেকে ১ হাজার টাকা করা হয়েছে। বর্ধিত এই জরিমানার ভয়ে আইনভঙ্গের ক্ষেত্রে সচেতনতা বেড়েছে, এখন মানুষ তো বটেই, দিল্লির রাস্তায় এখন হেলমেট পরানো হচ্ছে কুকুরকেও! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবি।
ছবিটিতে দেখা গেছে, এক স্কুটারে চালকের পেছনে আরোহী হিসেবে বসে সফরে বেরিয়ে পড়েছে এক কুকুর। চালকের মাথায় তো বটেই, কুকুরটির মাথায়ও আছে হেলমেট। সেপ্টেম্বরে সংশোধিত আইন চালু হওয়ার পরেই এই কুকুরের ছবি দেখা মিলেছিল। নতুন করে সেই ছবি আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ট্রাফিক আইন না মানার প্রবণতা সব সময়ই দিল্লি পুলিশের জন্য বড় মাথাব্যথার কারণ। তবে সংশোধিত আইনের পর সেই হার অনেকটাই কমে এসেছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে আইন অমান্য করার হার প্রায় ৬৬ শতাংশ কমে এসেছে।
আজকের বাজার/লুৎফর রহমান