পশ্চিম আফ্রিকার মালিতে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে গিয়ে দুইটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৩ জন ফরাসি সৈন্যর।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ফরাসি সৈন্যদের আত্মত্যাগ বৃথা যাবে না।
বিশ্ব জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে ফরাসি বাহিনীর এই সাহসকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সন্ত্রাসদীর্ণ মালির সাহেল অঞ্চলে আপাতত জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও জানান তিনি।
আজকের বাজার / ফজলুর রহমান