২০১৭-২০১৮ অর্থবছরে দেশের হোটেল ও রেস্তোরাঁ খাতের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। গত অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, এই খাতের আকার চলতি অর্থবছরে ৭৩.১৬ বিলিয়ন টাকায় পৌঁছাবে। গত অর্থবছরে এই খাতের আকার ছিল ৬৮.২০ বিলিয়ন টাকা।
হোটেল ও রেস্তোরাঁ খাতটিকে অর্থনীতির একটি সেবা খাত হিসেবে বিবেচনা করা হয়। এই খাতটির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫২ দশমিক ১৮ শতাংশ।
উল্লেখ্য, হোটেল ও রেস্তোরাঁ খাতের দুইটি উপাদান রয়েছে। একটি হচ্ছে বাসস্থান সেবা এবং অন্যটি হচ্ছে খাদ্য পরিবেশন সেবা।
শ্রম শক্তি জরিপের সাম্প্রতিক তথ্য থেকে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ খাতটির সঙ্গে দেশের প্রায় ১.১৫ মিলিয়ন কর্মী সরাসরি জড়িত রয়েছেন।
একেএ/আরএম