হোপ-ক্যাম্পবেলের ৩৬৫ রানের বিশ্বরেকর্ড

Dublin , Ireland - 5 May 2019; John Campbell of West Indies, left, celebrates with Shai Hope after scoring a century during the One Day International between Ireland and West Indies at Clontarf Cricket Club in Clontarf, Dublin. (Photo By Sam Barnes/Sportsfile via Getty Images)

ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান শাই হোপ ও জন ক্যাম্পবেল।

রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে এই জুটির সংগ্রহ ৩৬৫ রান। বিশ্বরেকর্ড গড়তে হোপ ১৬৬ এবং ক্যাম্পবেল ১৭৯ রান সংগ্রহ করেন। ক্যাম্পবেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ম্যাককার্থি।

এর আগে ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ডটি ছিল পাকিস্তানের ফখর জামান ও ইমাম-উল হকের। তাদের জুটির সংগ্রহ ছিল ৩০৪ রান।

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজের আরেক দল বাংলাদেশ।

আজকের বাজার/এমএইচ