জেলার হোমনায় আজ রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উর্ত্তীন ওষুধ, ভেজাল খাদ্য বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০ টায় উপজেলার কাশিপুর বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট রুমন দে বাসসকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুুত, মেয়াদ উর্ত্তীন ওষুধ ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপি চেয়ারম্যান সাদেক সরকার, হোমনার থানার এসআই শামীম সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশ নেয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান