জেলার হোমনায় আজ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির সময় আনুমানিক ৫০-৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলার মাথাভাঙ্গা সিনাই মাছের আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. শাহেনুর মিয়া।
এদিকে মাছ বিক্রেতাকে পাওয়া যায়নি বিধায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি করা, সংরক্ষণ করা সরকারীভাবে সম্পূর্ণ নিষেধ।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বাসসকে বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে ৫০- ৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ মাছ উপজেলা পরিষদ মাঠে ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।