জেলার হোমনা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে আজ সকাল ১০টায় ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু সংলগ্ন ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত ব্যক্তিদের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি।
পোশাক বিতরণ অনুষ্ঠানে সেলিমা আহমাদ এমপি বলেন, অসহায় নিপিড়ীত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে দিন রাত কাজ করে দেশকে উন্নয়নের মহা-সড়কে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বনিভর। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষের জন্যই আমাদের কাজ করে যেতে হবে। এসময় তিনি যুবলীগের ভূয়সী প্রসংশা করে বলেন যুবলীগ যে উদ্যোগ নিয়েছে এটি একটি প্রশংসনীয় কাজ। কারণ সমাজের অসহায় মানুষ গুলো আমাদেরই বাবা, মা, ভাই, বোন। তাদের মুখে হাঁসি ফোঁটানোর দায়িত্ব আমাদেরই।
ঈদবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হান খন্দকার ও সহ-সভাপতি সাহেব আলী রনী আখন্দ, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান (তসলিম), সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. তানভীর আহাম্মেদ (মনির), চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক সরকার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খন্দকার, সহ-সম্পাদক এবাদুল হক, উপজেলা যুবলীগের সদস্য মাঈনু উদ্দিন প্রধান প্রমুখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান