হোম কোয়ারেন্টাইনে না থাকায় চট্টগ্রামে ৪ প্রবাসীকে অর্থদণ্ড

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় বুধবার চট্টগ্রামের চার উপজেলায় চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। অর্থদণ্ডপ্রাপ্তরা আনোয়ারার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী, হাটহাজারীর বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী, রাউজানের বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী এবং পটিয়ার একজন কাতার থেকে এসেছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুদুর রহমান বলেন, হাটহাজারী, রাউজান, পটিয়া ও আনোয়ারা উপজেলায় চারজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কেউ যাতে তা অমান্য না করে তার জন্য আমরা সতর্ক আছি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান