হোলসিম কিনছে লাফার্জ সুরমা

বিশ্বজুড়ে লাফার্জ-হোলসিমের একীভূত হওয়ার অংশ হিসেবে হোলসিম বাংলাদেশের শতভাগ মালিকানা কিনে নিচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া ৫০৫কোটি টাকায় বিক্রি হচ্ছে প্রতিষ্ঠানটি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে বিশ্বজুড়ে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সেই অনুযায়ী, বৈশ্বিকভাবে কোম্পানি দুটির একীভূত কার্যক্রম সম্পন্ন হয়। ফলে বিশ্বের সিমেন্ট খাতে জায়ান্ট দুই কোম্পানি মিলে ‘লাফার্জহোলসিম’ হিসেবে যাত্রা শুরু করে।

আজকের বাজার:এসএস/২৪ডিসেম্বর ২০১৭