হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর শাখাঁরিবাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনক হোসেন (১৭) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের রাজধানী থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, হলি উৎসবের দিন কলেজছত্র খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আমর আ৫জনকে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ১ মার্চ দুপুর ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকায় হোলি উৎসবে ভিড়ের মধ্যেই দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শহীদ মিয়া। বাড়ি কামরাঙ্গীরচরে।

আরএম/