দায়িত্ব নেয়ার আড়াই বছরের মাথায় কোচ হোসে মরিনহোকে ছাঁটাই করেছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দলের একের পর এক ব্যর্থতার কারণে চাকরি হারাতে হয়েছে দ্য স্পেশাল ওয়ানকে।
লিভারপুলের কাছে লজ্জাজনক হারের মাত্র দু’দিন পরেই মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
চলতি মৌসুমের বাকি সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কোচ মাইকেল ক্যারিককে।
১৭ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যান ইউ। লিগ লিডার লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্টে ও চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়েও এখনও পৌঁছাতে পারেনি ম্যান ইউ। ১৯৯০-৯১ মৌসুমের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সবচেয়ে খারাপ অবস্থা তাদের।
দায়িত্বগ্রহণের প্রথম মৌসুমেই দলকে দুইটি শিরোপা এনে দেন মরিনহো- ইংলিশ লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা। কিন্তু দ্বিতীয় মৌসুমে দলের খেলার পদ্ধতি ও কয়েকজন ফুটবলারের ট্রিটমেন্ট নিয়ে সমালোচনায় পড়েন তিনি।
চলতি মৌসুমে দলের একের পর এক ব্যর্থতায় মরিনহোর চাকরি হুমকির মুখে পড়ে। সম্প্রতি অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ম্যান ইউ’র ৩-১ গোলে বাজে হারের পর তাকে আর দলে না রাখার সিদ্ধান্ত নেয় ক্লাব।
এর আগে পোর্তো, চেলসি, ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসির সফলতম কোচ ছিলেন মরিনহো। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ