পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতে হার দিয়ে দক্ষিণ আফ্রিকা মিশন শেষ করলো বাংলাদেশ।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ের শুরুটা দারুন করেছিলো টাইগাররা। দলীয় ২৩ রানের মাথায় প্রোটিয়া শিবিরে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
ব্যক্তিগত মাত্র ৪ রান করেই আবারো সাকিবের শিকার হন প্রোটিয়া অধিনায়ক ডুমিনি। এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার হাশিম আমলা। দু’জনে ৪১ রানের জুটি গড়েন। দলীয় ৭৮ রানে তরুণ সাইফউদ্দিন ফেরান ২০ রান করা ভিলিয়ার্সকে।
তারপরেই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন মিলার। ব্যক্তিগত ০ রানে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে জীবন পেয়ে সেটির সঠিক ব্যবহার করেন তিনি। আমলাকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিলার।
ব্যক্তিগত ৮৫ রানে আমলার ইনিংস থামলেও, বাংলাদেশের বোলারদের পাত্তাই দেন নি মিলার। শেষদিকে সাইফউদ্দিনের ওভারে ৫ বলে ৫ ছক্কা হাঁকান মিলার। এইদিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক সেই সাথে গড়েন সবচেয়ে দ্রুত সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ১০১ রান নিয়ে অপরাজিত থাকেন ডেভিড মিলার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান সাকিব এবং সাইফউদ্দিন।
২২৫ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মাথায় কায়েসকে হারায় বাংলাদেশ। ক্রিজে টিকতে পারেননি দলপতি সাকিবও। মাত্র ২ রান নিয়ে ডুমিনির বলে আউট হন তিনি। সাকিবের পর একই পথে হাঁটেন মুশফিকুর রহিম।
দলীয় ৩৭ রানে আউট হন সাব্বির রহমান। কিন্তু ততক্ষণে দলের পরাজয় নিশ্চিত। মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার মিলে ৩৫ রানের জুটি গড়েন। গত ম্যাচের মতো এই ম্যাচেও রানের ধারাবাহিকতা বজায় রাখেন সৌম্য। অর্ধশতক থেকে মাত্র ৬ রান দূরে থেকে আউট হন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শফিউলের বদলি একাদশে সুযোগ পাওয়া লিটন দাসও ব্যর্থ হন রান করতে। শেষদিকে ২৩ রান করেন সাইফউদ্দিন। ফলে ৮৩ রানের জয় পায় প্রোটিয়ারা। তাদের হয়ে দুটি করে উইকেট লাভ করেন ডুমিনি এবং ফাঙ্গিসো। এর মধ্য দিয়ে এবারের দক্ষিন আফ্রিকা সফরে টাইগাররা সব ফরমেটের ক্রিকেটে ধবল ধোলাই হলো।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ২২৪-৪ (ওভার ২০)
মিলার ১০১*, আমলা ৮৫: সাকিব ২-২২
বাংলাদেশ ১৪১ (ওভার ১৮.৩)
সৌম্য ৪৪, মাহমুদউল্লাহ ২৪: ডুমিনি ২-২৩
ফলাফলঃ ৮৩ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচ এবং সিরিজ সেরাঃ ডেভিড মিলার (দক্ষিন আফ্রিকা)
আজকের বাজার : সালি / ৩০অক্টোবর ২০১৭