ওয়ানডে ক্রিকেটে টানা ১২ ম্যাচে হেরেছে আফগানিস্তান। এশিয়ার এ উঠতি দলটি সদ্যশেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায়। আফগানিস্তানকে ঘরের মাঠে হারিয়ে ৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ জিতল উইন্ডিজ।
ইংল্যান্ড বিশ্বকাপে টানা ৯ ম্যাচে পরাজিত হওয়ার পর অধিনায়কত্ব হারান গুলবাদিন নাইব। বিশ্বকাপ শেষে আফগানিস্তানের তিন ফরম্যাটের জন্য নেতৃত্ব দেয়া হয় রশিদ খানকে।
নেতৃত্ব পেয়ে বাংলাদেশ সফরে সফল্য লাভ করেন রশিদ খান। তার অধিনায়কত্বে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দাপুটে জয় পায় আফগানিস্তান। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যৌথ চ্যাম্পিয়ন হয় আফগানরা।
তবে বাংলাদেশ থেকে দেশে ফিরে উইন্ডিজ সফরে যায় আফগানরা। গেইলের দেশে গিয়ে চরম বিপদে পড়ে যায় রশিদ খানরা। ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হয় আফগানিস্তান।
ওয়ানডে ক্রিকেটে টানা ১২ ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তান বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরবেন রশিদ খানরা।
আজকের বাজার/আরিফ