হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতের পরে নিখোঁজ দুই ব্যক্তির অনুসন্ধান কার্যক্রম বাতিল

Police divers prepare to search the waters near White Island off the coast of Whakatane, New Zealand, Saturday Dec. 14, 2019. A team of nine from the Police National Dive Squad resumed their search at early Saturday for a body seen in the water following Monday's volcanic eruption. (New Zealand Police via AP)

নিউজিল্যান্ড পুলিশ মঙ্গলবার বলেছে, হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতের পরে নিখোঁজ দুই ব্যক্তির অনুসন্ধান কার্যক্রম তারা বাতিল করে দিয়েছে।
অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের ৪৭ জন পর্যটক ওই দ্বীপটিতে যাওয়ার পর গত ৯ ডিসেম্বর সেখানে অগ্নুৎপাত শুরু হয়। এতে নিহত ২৫ জনের মরদেহ এখন হাসপাতালে রয়েছে,আহতদের অনেকে এখনো গুরুতর অবস্থায় রয়েছে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১৮ জনের মধ্যে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে,তবে ২ জন এখনো নিখোঁজ রয়েছে।
পুলিশের পরিদর্শক এন্ডি ম্যাক গ্রেগর বলেছেন, হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতের পরে নিখোঁজ দুই ব্যক্তির অনুসন্ধান কার্যক্রম বাতিল করা হয়েছে।
সোমবার হাসপাতালে আরো একজনের মৃত্যুর পরে নিখোঁজ ২ জন সহ মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।