হোয়াইট হাউসের সামনে এক ব্যক্তির আত্মহত্যা

 

ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে এক ব্যক্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

সংস্থাটি বলছে, স্থানীয় সময় দুপুরের ঠিক আগে পেনসিলভেনিয়া এভিনিউয়ে হোয়াইট হাউসের সীমানার কাছে এসে বন্দুক বের করে নিজের শরীরে  কয়েকটি গুলি করে ওই ব্যক্তি।তবে গুলিতে অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি যখন গুলি চালান তখন আশপাশে আরও বহু মানুষ ছিলেন। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে গুলির শব্দের পর বহু মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

তবে  সেই  ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।ওয়াশিংটন ডিসি পুলিশ ঘটনার পর পর জানিয়েছিল তাদের ‘ন্যাচারাল ডেথ স্কোয়াড’ ঘটনাস্থলে রয়েছে।

এনবিসি নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জিওফ বেনট বলেছেন,এসময় সাংবাদিকরা প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নেন।

আজকের বাজার/আরজেড