বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সুভেতলানা টিখানভোস্কায়া আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউস কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
শুক্রবার একজন প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানান।
প্রায় তিন দশক ধরে কঠোরভাবে বেলারুশ শাসন করা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসার দাবি করলে ২০২০ সালের আগস্টে দেশটিতে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়।
টিখানভোস্কায়া তখনও সাধারণ একজন গুহবধূ। কিন্তু আটক থাকা স্বামীর পরিবর্তে তিনি নির্বাচনে অংশ নেন। তিনি সহজেই জয়ী হতে পারলেও নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। লুকাশেংকো নিজেকে বিজয়ী ঘোষণা করেন।
টিখানভোস্কায়া নির্বাসনে যেতে বাধ্য হন। বর্তমানে তিনি লিথুনিয়ায় বসাবস করছেন।
মার্কিন কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহে টিখানভোস্কায়ার যুক্তরাষ্ট্র সফরকালে তার সাথে বৈঠক করতে হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তারা অপেক্ষায় আছেন। যুক্তরাষ্ট্র তার ও বেলারুশের জনগণের পক্ষে রয়েছে। তাদের গণতান্ত্রিক আকাক্সক্ষার প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে।
বেলারুশ সরকার বিরোধীদের ওপর দমন পীড়িন অব্যাহত রেখেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রকে কারাদন্ড এবং ১৮ সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।