দক্ষিণ আফ্রিকা এবং হোয়াইটওয়াশের মধ্যে ব্যবধান মাত্র ২ উইকেটের। ভারতের ৪৯৭ রানের জবাবে ২ উইকেটে ৯ রান তুলে দ্বিতীয়দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আর তৃতীয়দিন ভারতীয় বোলারদের দাপটে কোনঠাষা দক্ষিণ আফ্রিকা রাঁচিতেও প্রহর গুনছে লজ্জার হারের।
প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর তৃতীয়দিন প্রোটিয়াদের ফলো-অন করানো ছাড়া দ্বিতীয় কিছু ভাবেনি ভারত। আর তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় সফরকারী দল। সব ঠিকঠাক থাকলে ভারতীয় বোলারদের কাছে চতুর্থদিন প্রথম ঘন্টাই যথেষ্ট বিপক্ষকে টেস্ট সিরিজে প্রথমাবার হোয়াইটওয়াশ করার জন্য।
আজকের বাজার/লুৎফর রহমান