ব্রায়ান অ্যাক্টন ও জান কোমের থেকে ২০১৪ সালে ২২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। এর পরপরই এই মেসেজিং প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা গ্রহণ করলেও ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর আগে মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নেয়া হলেও তা মেনে নিতে পারেননি হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কোম। এর প্রেক্ষিতে ২০১৭ সালে সংস্থাটি ছেড়ে বেরিয়ে যান দুজন। খবর: জি নিউজের।
হোয়াটসঅ্যাপে এই বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। মতভেদ দেখা দিয়েছিল প্রতিষ্ঠানের ভেতরেও। অবশেষে হোয়াটসঅ্যাপের মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বাতিল করল সংস্থাটি। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে বিশেষ দল তৈরি করা হয়েছিল, সেটি ভেঙে দেয়া হয়েছে। তবে এই বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান