বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশন (অ্যাপ) হোয়াটসঅ্যাপে নতুন আপডেট এসেছে। এন্ড্রোয়েড বিটা টেস্টারদের জন্য এই আপডেট পৌঁছেছে। সাম্প্রতিকতম আপডেটের পর ডার্ক মোডে চ্যাট স্ক্রিনে একাধিক গাঢ় রং যোগ হয়েছে। সম্প্রতি এন্ড্রোয়েড ও আইওএস বিটা টেস্টারদের জন্য ডার্ক মোড নিয়ে এসেছে এই কোম্পানি। শুরুতে ডার্ক মোড ব্যবহারের সময় চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে শুধু কালো রঙে ব্যবহার করা যাচ্ছিল।
ফেব্রুয়ারিতেই এক আপডেটে ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আরও চারটি নতুন গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। সাম্প্রতিকতম আপডেটে বিভিন্ন রঙের মোট ২৭টি গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে এই রং ব্যবহার করা যাবে। আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররাই হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহার করতে পারেন। এখনও স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছায়নি। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.৬০ ডাউনলোড করে এই ফিচার ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোরে বিটা প্রোগ্রামে যোগ দিয়ে অথবা এপিকেমিরর ওয়েবসাইট থেকে এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করা যাবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান