গতকাল রাতে হ্যাকড হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারমুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সাইটটি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতরাতে একটি স্ট্যাটাস দিয়ে সাইটটি হ্যাকের ঘোষণা দেয় লুলয সেক নামে এক হ্যাকার। তার দাবি সে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইংরেজিতে দেয়াই স্ট্যাটাসে বলা হয়েছিলো, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’
সাইটটি উদ্ধার করা হলেও এখনও সুরক্ষিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাইটের নিরাপত্তার জন্য কাজ করা হচ্ছে। পাশাপাশি যারা হ্যাকের সঙ্গে জড়িত তাদের বিরত থাকার আহবান জানিয়েছেন কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম ।
রাজিবী/রাসেল