হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স শুরু

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্বাবধানে এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে “হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স-২০২০”।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সকালে প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস সংস্থার ৪ জন নারী এবং ২৩ জন পুরুষ প্রশিক্ষক নিয়ে শুরু হয়েছে এবারের কোর্সটি। কোর্সটি পরিচালনা করছেন বাংলাদেশ হ্যান্ডবল জাতীয় দলের প্রশিক্ষক মো: নাসির উল্লাহ লাভলু এবং মো: কামরুল ইসলাম কিরন। আট দিনব্যাপী আয়োজিত কোচেস কোর্সটি আগামী ৯ মার্চ সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হবে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান