স্থানীয় হ্যান্ডবল রেফারিদের মানোন্নয়ন ও নতুন রেফারি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘হ্যান্ডবল রেফারিজ কোর্স-২০২৫’ এর ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হাসান উল্লাহ খান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈগল কর্পোরেশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন রাসেল এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ ফারুকুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, কোর্স কোর্ডিনেটর মো: দিদার হোসেনসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও রেফারিজ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
প্রথম পর্বে কোর্সে অংশগ্রহণ করেছেন ৪০জন।
কোর্সের ২য় পর্ব আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। (বাসস)