হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রাফিনহা

নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। যে কারনে বেশ কিছুদিনের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে বলে বার্সেলোনা সূত্র নিশ্চিত করেছে।

টুইটারে এ সম্পর্কে বার্সেলোনা জানিয়েছে, ‘আজ বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা গেছে রাফিনহার বাম হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। এ কারনে তিনি দলের বাইরে চলে গেছেন। সুস্থতার উপর নির্ভর করছে কবে নাগাদ তিনি আবারো মাঠে ফিরবেন।

বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে ৪২ মিনিটে তার পরিবর্তে মাঠে লামিন ইয়ামাল। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে তিনি ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। এ কারনে ২৭ বছর বয়সী এই উইঙ্গার এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে লিগে ১৫টি ও চ্যাম্পিয়ন্স রিগে ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। (বাসস/এএফপি)