হ্যারিকেন ডোরিয়ান শনিবার রাতে কানাডার হ্যালিফ্যাক্সের দক্ষিণে ঘন্টায় ১০০ মাইল বেগে স্থলভাগে আঘাত হেনেছে। প্রবল মৌসুমী বৃষ্টিপাতসহ এই ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে।
প্রবল এই ঝড়ে কানাডার আটলান্টিক নৌ ঘাটির এই বন্দর নগরীর কাছে উপকূলে ৬৫ ফুট (২০ মিটার) ঢেউ আছড়ে পড়ছে।
বাহামাসে এই ঝড়ের তান্ডবের পরে এটি যুক্তরাষ্ট্র উপকূল থেকে উত্তরদিকে এগিয়ে যায়। কানাডায় এটি ক্যাটাগরি ২ হ্যারিকেনের শক্তিতে স্থলভাগে আছড়ে পড়ে।
ইতোমধ্যেই ঝড়ের প্রভাবে ১০০ মিলিমিটারের (৪ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, রোববার সকাল নাগাদ এই বৃষ্টিপাত দ্বিগুণ দাঁড়াবে। কানাডিয়ান হ্যারিকেন সেন্টারের কর্মকর্তারা এ কথা জানান। ঝড়ের আঘাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় ৪৫০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।