জনপ্রিয় হ্যারি পটার সিরিজের প্রথম মুভি ‘হ্যারি পোটার অ্যান্ড দ্য সরসারারস স্টোন’ ১৪ আগস্ট একটি ৩ডি সংস্করণ নিয়ে চীনে ফিরে আসছে। খবর সিনহুয়ার।
চীনের বেশিরভাগ অংশে কোভিড-১৯ মহামারী হ্রাস পেতে শুরু করলে দেশের নিম্ন-ঝুঁকির অঞ্চলে চলচ্চিত্র থিয়েটারগুলো ধীরে ধীরে পুনরায় খুলতে শুরু করার সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোসের এই ঘোষণা এলো।
ছবির মূল সংস্করণ, জে. কে. রাউলিং-এর একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস থেকে রূপান্তরিত। ছবিটি ২০০১ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাপী মুক্তি পায় এবং ২০০২ সালের জানুয়ারিতে চীনের মূল ভূখন্ডে এর প্রিমিয়ার দেখানো হয়।