হ্যারি-মেগানের বিয়ে উপলক্ষে বাজারে নতুন কনডম

ব্রিটিশ রাজপরিবারে বিয়ের ধুম লাগলে বিশ্বজুড়ে তার আলোচনা চলতে থাকে। দু-এক দিন নয়, সে আলোচনা চলে দীর্ঘ দিন ধরে। এর মাঝে ব্যবসায়ীরাও খুঁজে বের করেন নতুন আইডিয়া।

তারই ধারাবাহিকতায় প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে উপলক্ষে বাজারে এসেছে নতুন কনডম। আর এই পণ্যটি বাজারে এনেছে ‘ক্রাউন জুয়েলস’ নামের একটি প্রতিষ্ঠান।

প্রিন্স হ্যারি ও মেগানের ছবিযুক্ত ৮০টি কনডমের একটি বক্সের মূল্য ধরা হয়েছে মাত্র ১০ পাউন্ড।

কনডমের প্যাকেটও করা হয়েছে ভিন্নভাবে। রয়্যাল ব্লু রঙে কনডমের প্যাকেটের ওপর তারা হ্যারি ও মার্কেলের ছবি ছেপে দিয়েছে। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, কনডমের বক্স খুললেই বেজে উঠবে ‘গড সেভ দ্য কুইন’ গানের সুর। এ গানটি ব্রিটেনের রানীর মঙ্গল কামনায় রচিত হয়েছিল।

নিজেদের আইনি ঝামেলা থেকে মুক্ত রাখতে ‘ক্রাউন জুয়েলস’ কনডমের প্যাকেটে লিখে দিয়েছে  ‘রাজ পরিবারের কোনো সদস্য এ কনডম অনুমোদন করেন নি।’

রাসেল/