বৃহস্পতিবার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
দেশের সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না বলে আবহাওয়া অফিস সূ্ত্রে জানা গেছে।
আজকের বাজার:এলকে/এলকে ৯ নভেম্বর ২০১৭