পুনর্নির্ধারণ করা হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ। আগামী ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষনা করা হলেও এদিন এদিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকার কারণে এ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ ১৮ জানুয়ারি, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে এ বৈঠকে নির্বাচন সংক্রান্ত যে কর্মকর্তারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উপস্থিত থাকতে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।