বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজের প্রথম খেলায় ৮ উইকেটের পরাজয় বরন করেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তুজা। ১ম ইনিংস এ বাংলাদেশের সংগ্রহ সব উইকেট হারিয়ে ২৩২।
তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪৪ রানের ভিতর ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ। মিডেল অর্ডারে দৃঢ়তা দেখান মোঃ মিঠুন। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মিঠুন। এছাড়া ৮ম উইকেট জুটিতে খেলতে নেমে সাইফুদ্দিন ৪১ রান করে আউট হন। টপ অর্ডারে সৌম্য সরকার ছাড়া কেউ দুই অঙ্কে পৌছাতে পারেননি। সৌম্য করেন ৩০ রান। মাহমুদুল্লাহ ও সাব্বির ১৩ রানে প্যাভিলিয়নে ফেরত যান। মেহেদী মিরাজ ২৬ করে আউট হন।
নিউজিল্যান্ড এর পক্ষে স্যান্টনার ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। এছাড়া ৪০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।
২য় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দাপুটে ব্যাট করতে শুরু করে নিউজিল্যান্ড। ১ম উইকেট জুটিতে আসে ১০৩ রান। মার্টিন গাপটিল ১১৭ রানে অপরাজিত থাকেন। নিকোলস ৫৩ ও রস টেইলর অপরাজিত ৪৫ রান করেন। ৪৪ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন মার্টিন গাপটিল।