প্রতিবছরের মতো এবারও আজ থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ১০ম সামিট প্রফেশনাল এবং ২৪তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট। মোট ছয়দিন ব্যাপী (১৫-২০ ডিসেম্বর, ২০১৯) এবারের টুর্নামেন্টে মোট ৭০০-এরও বেশী অ্যামেচার এবং পেশাদার গলফার অংশগ্রহণ করবে।
এবছর অনুষ্ঠিত গলফ টুর্নামেন্টের পেশাদার গলফারদের প্রতিযোগিতায় বিজয়ীদের পনেরো লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার দেয়া হবে। বাংলাদেশ প্রফেশনাল গলফারস এসোসিয়েশন (বিপিজিএ) এবং কুর্মিটোলা গলফ ক্লাব (কেজিসি) টুর্নামেন্টটি আয়োজন করছে। সামিট গ্রুপ এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর।
আগামী ২০ই ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ১০ম সামিট প্রফেশনাল এবং ২৪তম সামিট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি।