পঞ্চগড়ে বাবার সাথে অভিমান করে সোমবার লক্ষ্মী রাণী (১৬) নামে এক শিক্ষার্থী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থী জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়া এলাকার হৃদয় শিলের মেয়ে। সে বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মী বিদ্যালয়ের বনভোজন ও সরস্বতী পূজার চাঁদার জন্য তার বাবার কাছে ১০০ টাকা চেয়েছিল। এ সময় বাবা তাকে টাকা না দিয়ে গালিগালাজ ও মারধর করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে লক্ষ্মী ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দীন জানান, ওই কিশোরী বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান