প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’। যার আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছরের ১৭ জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নতুন ফরম্যাটের টুর্নামেন্টটি। আসন্ন এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ইসিবি।
৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির প্রথম দিন মাঠে নামবে ওভাল ইনভিন্সিবল এবং ওয়েলস ফায়ার। এরপর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। যেখানে বার্মিংহাম ফনিক্সের মুখোমুখি হবে লন্ডন স্পিরিট। আরেকটি ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলবে নর্দান সুপারচার্জারস।
চলুন দেখে নিই ১০০ বলের ক্রিকেটের চূড়ান্ত সূচি :
১৭ জুলাই : ওভাল ইনভিন্সবল বনাম ওয়েলস ফায়ার
১৮ জুলাই : বার্মিংহাম ফনিক্স বনাম লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস বনাম নর্দান সুপারচার্জারস
১৯ জুলাই : ওয়েলস ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস বনাম বার্মিংহাম ফনিক্স
২০ জুলাই : নর্দান সুপারচার্জারস বনাম ওভাল ইনভিন্সিবলস
২১ জুলাই : লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস
২২ জুলাই : সাউদার্ন ব্রেভ বনাম ম্যানচেস্টার অরিজিনালস
২৩ জুলাই : লন্ডন স্পিরিট বনাম নর্দান সুপারচার্জারস
২৪ জুলাই : বার্মিংহাম ফনিক্স বনাম সাউদার্ন ব্রেভ
২৫ জুলাই : ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, ট্রেন্ট রকেটস বনাম ওয়েলস ফায়ার
২৬ জুলাই : সাউদার্ন ব্রেভ বনাম ওভাল ইনভিন্সিবলস, নর্দান সুপারচার্জারস বনাম বার্মিংহাম ফনিক্স
২৭ জুলাই : ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস
২৮ জুলাই : ওয়েলস ফায়ার বনাম বার্মিংহাম ফনিক্স
২৯ জুলাই : ওভাল ইনভিন্সিবলস বনাম লন্ডন স্পিরিট
৩০ জুলাই : নর্দান সুপার চার্জারস বনাম সাউদার্ন ব্রেভ
৩১ জুলাই : ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিট
১ আগস্ট : ওয়েলস ফায়ার বনাম নর্দান সুপারচার্জারস
২ আগস্ট : ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিন্সিবলস
৩ আগস্ট : বার্মিংহাম ফনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস
৪ আগস্ট : সাউদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটস
৫ আগস্ট : নর্দান সুপারচার্জারস বনাম ম্যানচেস্টার অরিজিনালস
৬ আগস্ট : লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিন্সিবলস
৭ আগস্ট : সাউদার্ন ব্রেভ বনাম ওয়েলস ফায়ার
৮ আগস্ট : বার্মিংহাম ফনিক্স বনাম ট্রেন্ট রকেটস
৯ আগস্ট : ওয়েলস ফায়ার বনাম লন্ডন স্পিরিট
১০ আগস্ট : ট্রেন্ট রকেটস বনাম নর্দান সুপারচার্জারস
১১ আগস্ট : ওভাল ইনভিন্সিবল বনাম বার্মিংহাম ফনিক্স
১২ আগস্ট : লন্ডন স্পিরিট বনাম সাউদার্ন ব্রেভ
১৩ আগস্ট : ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলস ফায়ার
১৫ আগস্ট : ফাইনাল
আজরেক বাজার/আরিফ