একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাবেন বলে জানিয়েছেন ইসি সিস্টেম এ্যানালিস্ট ফারজানা আক্তার।
তিনি বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি শনিবার দুপুর ১টার পর থেকে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররাও এ সুবিধা পাবেন।
এসএমএস করার প্রক্রিয়া সম্পর্কে ফারজানা আক্তার জানান-
যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।
যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ