১০৫ রানে অল আউট পাকিস্তান

বিশ্বকাপে আরও একবার লজ্জার মুখে পড়ল পাকিস্তান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২১.৫ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে তারা।

এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৪ রানে শেষ হয়েছিল পাকিস্তানের ইনিংস।

আজ নটিংহ্যামের মেঘলা আবহাওয়ায় টসে জিতে ফিল্ডিং নেয়ার পুরো সুবিধাটাই আদায় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয় বোলার ওশান টমাস, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল ও শেলডন কটরেলের সামনে একের পর এক অসহায় আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। টমাস ৪টি, হোল্ডার ৩টি, রাসেল ২টি এবং কটরেল ১টি করে উইকেট পেয়েছেন।

পাকিস্তানের হয়ে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র চারজন। ওপেনার ফখর জামান ও তিন নম্বরে নামা বাবর আজম করেছেন সর্বোচ্চ ২২ রান করে, আর মোহাম্মাদ হাফিজ ১৬ এবং বোলার ওহাব রিয়াজ করেছেন ১৮ রান।

অপরদিকে, ইমামুল হক (২), হ্যারিস সোহেল (৮), সরফরাজ আহমেদ (৮), ইমাদ ওয়াসিম (১), শাদমান খান (০) ও হাসান আলী (১) ছিলেন পুরোপুরি ব্যর্থ।

ইংল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে ইংলিশদের কাছে হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান টানা ১১ ম্যাচের হার নিয়ে বিশ্বকাপ খেলতে আসে। অপরদিকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারে ক্যারিবিয়রা।

আজকের বাজার/এমএইচ